ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ২৯ মার্চ ২০২২

উদ্ধারকৃত জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু

উদ্ধারকৃত জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকাস্থ সেতুমন্ত্রীর বাড়ির সামনে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিএনজিতে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তবে এই বিস্ফোরণে কোনো ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, কালো ও সাদা স্কচটেপ মোড়ানো দুটি জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন জানান, 'যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট নই, তাই এটি ককটেল বিস্ফোরণ কি-না, তা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরা ফটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি'। 

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ পরিদর্শক।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের চলমান বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

আরএমএ//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি