ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাড়ির আঙ্গিনায় গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৫:০৮, ২৯ মার্চ ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর মহিপুর থানা এলাকার ডালবুগঞ্জ ইউনিয়নে গাছের নিচে চাপা পড়ে তামিম নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তামিম ওই এলাকার শাহজালালের ছেলে। 

মহিপুর থানা পুলিশ জানায়, বেশ কয়েকদিন আগে শাহজালালের বাড়ির পাশে একটি গাছ কেটে রাখা ছিল। মঙ্গলবার সকালে তিন শ্রমিক গাছটি কাঁধে বহন করে তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে আসেন। গাছটি আঙ্গিনায় রাখার সময় শিশুটি গাছের নিচে চাপা পড়ে। 

এতে তামিমের মাথা মারাত্মক জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
  
মহিপুর থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি