ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোল বন্দরের শ্রমিকরা কাজে ফিরেছে

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৩৭, ২৯ মার্চ ২০২২

একদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা কাজে যোগ দেয়। পণ্য লোড-আনলোড চলছে। 

এর আগে সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে দফায় দফায় শ্রমিকরা নিজেদের মধ্যে বৈঠকের পর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরটি সচল রাখতে একমত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে কাজে ফিরে আসে শ্রমিকরা। 

বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণে নিতে সাবেক বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সম্পাদক ও বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে বহিরাগত একটি দল সোমবার সকালে বন্দর এলাকায় শতাধিক শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দ পেয়ে তারা কাজ বন্ধ করে লাঠিসোটা নিয়ে একজোট হয়ে রাস্তায় নেমে এলে বহিরাগতরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। 

হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে বন্দরে আমদানিকৃত পণ্যচালান লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকরা বেনাপোল বন্দরসহ বাজারে বিক্ষোভ মিছিল বের করে ঘটনার বিচার দাবি করে। 

বেনাপোল পোর্ট থানা পুলিশের কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে। বন্দরে কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্দর এলাকায় পুলিশ টহল দিচ্ছে।’’

এমএম/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি