ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধামইরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৫, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাট উপজেলার সদরের আমইতাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার কৃতের নাম নজমুল হক ওরফে নাজমুল (৪৮)। 

সোমবার রাত ৮টার দিকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার সকালে তাকে মাদকসহ ধামইরহাট থানায় সোর্পদ করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব। 

গ্রেপ্তার নাজমুল ধামইরহাট উপজেলার খরড়মপুর গ্রামের মৃত সমির উদ্দীনের ছেলে। ওইদিন দুপুরে তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে সে স্বীকার করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি