ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬, ৩০ মার্চ ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়েছে ৮ জন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, দুটি স্টেশনের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্তের পর নির্দিষ্ট করে বলা যাবে। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন তাদেরকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি