ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫১, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আটটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবশেপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর বাজারের কাছেই দুই যুবক দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান আশরাফুলকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশরাফুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণ করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, “দুর্ঘটনায় নিহতের বিষয়টি অবগত হয়েছি। এর কিছুদিন আগেই একই জায়গায় দুজন নিহত হয়েছেন। এ ধরনের ঘটনা কারো কাম্য নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।”
আরএমএ/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি