ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভাসানচরে পৌঁছালো আরও ১৯৯৭ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৩১, ৩০ মার্চ ২০২২

১৩তম ধাপে আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু এসে পৌঁছেছে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে। এনিয়ে ভাসানচরে এলো প্রায় সাড়ে ২৭ হাজার রোহিঙ্গা। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে আশ্রয়ণের ৭৩, ৭২, ৮৪ ও ৮৫নং ক্লাস্টারে রাখা হবে।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে রোহিঙ্গাবাহি ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 

এরআগে নৌবাহিনীর তত্ত্বাবধানে সকালে চট্টগ্রাম বোটক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে আসে।

জানা গেছে, ভাসানচরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় সাড়ে ২৭ হাজার রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এ আশ্রয়ণে পাঠানো হবে এক লাখ রোহিঙ্গাকে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। 

সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রম চলামান রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি