ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্ত্রীকে ভাগিয়ে নেয়ায় বন্ধুকে খুন করে মারুফ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪২, ৩০ মার্চ ২০২২ | আপডেট: ১৪:৪৪, ৩০ মার্চ ২০২২

আটক মারুফকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

আটক মারুফকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

মোংলায় ফুসলিয়ে স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার কারণেই বন্ধু শাহিনকে খুন করেন মারুফ। গ্রেফতারের পর পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মারুফ। 

বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় হত্যা মামলার প্রধান আসামি মারুফকে হাজির রেখে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ। 

স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ক্ষোভেই মারুফ সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় বন্ধু শাহিনকে ছুরিকাঘাতে খুন করেন মারুফ। 

এ ঘটনায় মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনের বড় বোন খাদিজা বেগম। ওইদিন সন্ধ্যায় খুলনার কয়রা থেকে মারুফকে আটক করে পুলিশ। 

বাগেরহাটের মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মারুফ ও শাহিন দুজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন। বন্ধুত্বের সুযোগে মারুফের স্ত্রীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন শাহিন। সেই কারণেই ক্ষোভে শাহিনকে খুন করেন মারুফ।

এদিকে, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে মারুফকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি