ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩০ মার্চ ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত ইকবাল মিয়া মৃত আব্দুর রউফ মিয়ার তৃতীয় পুত্র। 

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়,  সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় তার পৈত্রিক জায়গায় নির্মাণাধীন বাউন্ডারী দেওয়ালে বৈদ্যুতিক মোটরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইকবাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি