ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৩০ মার্চ ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি পুকুর থেকে স্বপন কুমার ঢালি (৬০) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার সকাল ৬টায় স্থানীয়রা উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের জিতেন্দ্র বৈরাগীর পুকুরে ভাসমান অবস্থায় মৃত দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

উদ্ধারকৃত লাশটি ওই ইউনিয়নের মেদিরাবাদ গ্রামের মৃত শান্তি ঢালির ছেলে।

লাশ সনাক্ত করে তার স্ত্রী সান্ত্বনা রায় জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কয়েক বছর ধরে হার্টের অসুখেও ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে সাধুর বাড়ি যাবে বলে বের হয়েছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি