ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

নিজের পাতা ফাঁদে কৃষকের মৃত্যু 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৩০ মার্চ ২০২২

দীর্ঘদিন যাবত ক্ষেতের ফসল নষ্ট করতো ইঁদুর। তাই ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন কৃষক লিটন তালুকদার। লাইন চেক করতে গিয়ে নিজের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মঙ্গলবার সন্ধ্যার পর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

ফাঁদে কারেন্ট ঠিকমত আছে কিনা পরীক্ষা করতে ক্ষেতের ভেতরে প্রবেশ করলে দুর্ঘটনার শিকার হন লিটন।
তিনি ওই গ্রামের হানিফ তালুকদারের ছেলে।

নলছিটি থানার মোল্লাহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মোতালেব হোসেন তাৎক্ষনিকভাবে কৃষক লিটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি