ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ৩০ মার্চ ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ সূত্রধর (৩৫) বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে। বুধবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম-দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ এই কারাদণ্ড প্রদান করেন। 

মামলা সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র সূত্রধর একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত অস্ত্র তৈরি করে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপাল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তার কাছ থেকে দেশিয় তৈরি আটটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি