ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৮, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় প্রাইভেটকারের ধাক্কায় আবু শামা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সন্ধার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু শামা উপজেলার চটকাপেতা গ্রামের মৃত আইনউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার সময় বাড়ির ব্যবহৃত গ্যাসের চুলা মেরামত করার জন্য বাইসাইকেল নিয়ে শার্শার কামারবাড়ী বাজারে আসছিল। ইতোমধ্যে কামারবাড়ী মোড়ে পৌছালে বেনাপোলগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল ইসলাম জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। এখনি ফোর্স পাঠিয়ে পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করা চলছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি