ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ার জঙ্গি আস্তানায় ঘিরে রেখেছে পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:২৪, ১ জুলাই ২০১৭

কুষ্টিয়ার ভেড়ামারার জঙ্গি আস্তানা থেকে দুই শিশু ও নব্য জেএমবি’র আমীরের স্ত্রী, সেকেণ্ড ইন কমাণ্ডের স্ত্রীসহ তিন নারীকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে ২টি সুইসাইডাল ভেষ্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার। এখনো আস্তানাটি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট।
শুক্রবার রাত ১২টার দিকে ভেড়ামারার বামনপাড়া তালতলা মসজিদের পাশে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। রাত ৩টার দিকে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল।
এসময় এক নারী সুইসাইড ভেষ্ট পরে পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। তবে তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে আটক করা হয়। পরে গ্রেফফতার করা হয় আরো ২ নারী জঙ্গিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের একজন নব্য জেএমবির বর্তমান আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথি, আরেকজন সেকেন্ড ইন কমান্ড রাশেদের স্ত্রী সুমাইয়া এবং আরেক জঙ্গি আরমানের স্ত্রী টলি বেগম। তারা সবাই সুইসাইডাল স্কোয়াডের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের সাথে তিথির চার মাসের এবং সুমাইয়ার ছয় মাসের শিশু কন্যা ছিল।
স্থানীয়রা জানায়, গেল বছরের ১ নভেম্বর দর্জি পরিচয় দিয়ে তালতলা মসজিদের সামনে অবস্থিত নাসিমা খাতুনের বাড়ি ভাড়া নেয় টলি বেগম।
এখনো আস্তানাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছালে বাড়িটিতে তল্লাসী চালানো হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি