ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজারে 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ৩১ মার্চ ২০২২

প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রকল্পটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ

কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুলে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে যুক্ত হবে। 

বৃহস্পতিবার দুপুরে এই বিদ্যুৎ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি জানান, খুরুস্কুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মিত করা হবে। 
তিনি আরও জানান, কক্সবাজারে সরকারের বড় বড় মেঘাপ্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান। এসময়ে বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান বলেন, প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রীডে যুক্ত হবে। 

প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রীন এনার্জি লিমিটেড।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি