ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বরগুনায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ৩১ মার্চ ২০২২

পাঁচ দফা দাবিতে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার সকাল ১১টায় সারাদেশের মতো বরগুনায় ডিসি অফিসের সামনে বটতলায় এই কর্মসূচি পালিত হয়। 

সভাপতি দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সানজীদা ফেরদৌসী, সহ-সভাপতি আক্তার হোসেন, ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, শফিকুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ৫ দফা দাবি তোলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ কামনা করেন তারা। 

দীর্ঘ সময় ধরে এই কর্মসূচি পালিত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি