ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্দেহ থেকে বিষাক্ত ইনজেকশনে শিশু হত্যা, বাবা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ৩১ মার্চ ২০২২ | আপডেট: ১৫:৪৯, ৩১ মার্চ ২০২২

চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াইমাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে অভিযুক্ত বাবা ইখলাছ উদ্দিনকে আটক করা হয়। 

এর আগে বুধবার সকাল ৮টার দিকে ওই শিশু ইকবাল অসুস্থ্য হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যায় শিশুটি। 

সন্ধ্যায় খবর পেয়ে আঠারোখাদা গ্রামে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ইখলাছ উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার পলাশ উদ্দিনের বাড়িতে ভাড়ায় থাকেন। 

শিশু ইকবালের মা মিতালী খাতুন অভিযোগ করে বলেন, “প্রথম স্ত্রীর কোন সন্তান না হওয়ায় গত ৪ বছর আগে ইখলাছ আমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সে আমাকে সন্দেহ করতে থাকে। আড়াইমাস আগে আমাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। ওই ছেলে তার নয় বলে জানায় ইখলাছ।”

তিনি আরও বলেন, “বুধবার সকালে বাড়ির কাজ করছিলাম। সে সময় ইখলাছ ছেলেকে কোলে নেয়। হঠাৎ ছেলে কেঁদে ওঠে। পরে গিয়ে দেখি ছেলের বাম পা দিয়ে রক্ত বের হচ্ছে। জানতে চাইলে ইখলাছ বলে, টিকা দেয়ার স্থান থেকে রক্ত বের হচ্ছে। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।”

“ডাক্তার জানায় টিকা দেয়ার স্থান থেকে কোন রক্ত বের হয়নি। ছেলের বাম পায়ের অন্য স্থানে একটি ইনজেকশন পুশ করার চিহ্ন রয়েছে।”

বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির মা।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন জানান, দুপুরে শিশুটিকে নিয়ে আসা হয়। তখন শিশুটির খিচুনি হচ্ছিল। শিশুটির বাম পায়ে একাধিক ইনজেকশন পুশের চিহ্ন ছিল। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, শিশুটির পায়ে কোন ইনজেকশন দেয়া হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।”

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় খবর পেয়ে আঠারোখাদা গ্রামে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় শিশুটির বাবা ইখলাছকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি