ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ৩১ মার্চ ২০২২ | আপডেট: ১৬:২৬, ৩১ মার্চ ২০২২

‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই স্লোগানে নোয়াখালীর হাতিয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়েছে। সংরক্ষণ সপ্তাহ চলবে ৩১ মার্চ থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে চরঈশ্বর বাংলাবাজারে আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও সরকার ১লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদীতে জাটকা ইলিশ শিকার বন্ধ ঘোষনা করেছে। এসময় জাটকা আহরণ, মজুদ, পরিবহন, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় ও বিনিময় দন্ডনীয় অপরাধ ঘোষনা করা হয়। এ লক্ষে জেলেদের সচেতন করতে সাপ্তহ ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে মৎস্য অধিদপ্তর।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ’সহ প্রশাসনিক কর্মকর্তাগণ।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি