ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঞ্চল্যকর আলমগীর হত্যার ২ আসামি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী পরগণার আলমগীর হত্যার মূল দুই আসামী রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। 

শুক্রবার ভোরে শান্তিনগর এলাকা থেকে র‌্যাব -১১ র সদস্যরা তাদের গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী নগর র‌্যাব-১১ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ২১ মার্চ প্রকাশ্য দিবালোকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে আলমগীরকে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এঘটনায় ১৯ জনকে আসামী করে নিহতের স্ত্রী ২৩ মার্চ ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত আসামী ওমর ফারুক ও হাজি আব্দুল আলী  সম্পর্কে শ্যালক-দুলাভাই। তারা এজাহার ভূক্ত দুই এবং তিন নম্বর আসামী।

গ্রেফতারকৃত আসামীদের ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি