ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১ এপ্রিল ২০২২

চুয়াডাঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় বুলু খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরতলির দৌলতদিয়াড়ে ওই ঘটনা ঘটে। নিহত বুলু খাতুন দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত হানিফ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে একটি চেয়ারে বসেছিলেন বৃদ্ধা বুলু খাতুন। এসময় এক প্রতিবেশি তার ইজিবাইক চালু অবস্থায় রাস্তার পাশে রেখে কোথাও চলে যায়। সেখানে কয়েকজন শিশু খেলা করছিল। তারা ওই ইজিবাইকে উঠে অজান্তেই পিকআপ বাড়ালে ইজিবাইক চলতে শুরু করে এবং রাস্তার পাশে বসে থাকা অসুস্থ বৃদ্ধা বুলু খাতুনকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন বুলু খাতুন। শিশুরাও পাকা রাস্তার ওপর পড়ে আহত হয়। পরে স্থানীয়রা বুলু খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা বলেন, বুলু খাতুনের মাজার হাড় ভাঙ্গা থাকায় চলতে ফিরতে পারতেন না। প্রায় সময়ই চেয়ারে বসে থাকতেন। এদিন শিশুদের দুষ্টুমির কারণে বুলু খাতুনের মৃত্যু হল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, রাত ৮টার দিকে বৃদ্ধাকে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি