ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১ এপ্রিল ২০২২

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার সেফটিক ট্যাংকে পড়ে আব্দুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শিবরামপুর হাফেজিয়া ও কওমী মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন মোল্লাপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। কোন অভিযোগ না থাকায় শুক্রবার সকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
 
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে পিতা রহিদুল ইসলামের সাথে শিশু আব্দুর রহমান উপজেলার শিবরামপুর মোড়ে চা খেতে আসে। পরে রহিদুল ছেলেকে বাহিরে রেখে মাগরিবের নামাজ আদায় করার জন্য শিবরামপুর হাফেজিয়া ও কওমী মাদ্রাসার মসজিদের ভেতরে যান। নামাজ আদায় শেষে বাহিরে এসে দেখেন সেখানে আব্দুর রহমান নেই।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মাদ্রাসার টয়লেটের সেফটিক ট্যাংকির সামনে তার জুতা দেখা যায়। পরে সেফটিক ট্যাংকিতে মৃতদেহ দেখতে পেলে পুলিশের উপস্থিতিতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রহিদুল ইসলাম জানান সেফটি ট্যাংকরি ঢাকনা খোলা ছিল। 

তবে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম জানান সেফটি ট্যাংকের মুখ বরাবর বন্ধ করাই থাকে। কীভাবে ট্যাংকির ঢাকনা খোলা ছিল তা বলতে পারব না।
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, শিশুর শরীরে আঘাতের কোন চিহৃ না থাকা এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় মযনাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দাযের করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি