ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কয়েলের আগুনে পুড়ে গেল শতাধিক প্রাণী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৭, ১ এপ্রিল ২০২২

নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে গেছে গরু-ছাগল ও ভেড়া সহ শতাধিক হাঁস-মুরগী। 

বৃহস্পতিবার রাতে  উপজেলার চৌগ্রাম বেলঘরিয়া গ্রামের সাইফুল ইসলাম শিবুর খামারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

আগুনে ৬টি বিদেশী জাতের গরু,১৬টি ছাগল, ৭টি ভেড়া, ৬০টি হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই খামারি প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে চৌগ্রাম বেলঘরিয়া গ্রামের সাইফুল ইসলাম শিবুর খামারের গবাদি পশুর চিৎকার শুনে সাইফুল ইসলাম শিবুসহ এলাকাবাসী বাড়ির বাহিরে বের হয়ে আগুন দেখতে পান। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন। 

খবর পেয়ে সিংড়া ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তার আগেই আগুনে ৬টি বিদেশী জাতের গরু,১৬টি ছাগল, ৭টি ভেড়া, রাজ হাঁস সহ ৬০টি হাঁস-মুরগী পুড়ে ছাই হয়ে যায়।

সিংড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকতা রওশন আলী জানান, মশা তাড়ানোর জন্য ঘরে রাখা কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি