পাওনা টাকা চাওয়ায় দোকানীকে পিটিয়ে হত্যা
প্রকাশিত : ১৩:২২, ২ এপ্রিল ২০২২
পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়া ইসমাইল হাওলাদার (৬০) এক মুদী দোকানীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনার সঙ্গে জড়িত নুর মোহাম্মদ ও বাহাউদ্দিন নামের দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে আটটায় রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাছাড়ী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক নুর মোহাম্মদ ডাকুয়া ইউনিয়নের আলী আশবাব মৃধার ছেলে। আর বাহাউদ্দিন ওই ইউনিয়নের মৃত শ্যাম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মালামাল বাকিতে নেন। শুক্রবার বেলা এগারোটার দিকে ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রফিক মোল্লা ডাকুয়া ইউনিয়ন থেকে ৫০-৬০ জনকে নিয়ে এসে তার দোকানে হামলা চালান।
এসময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন।
পরে আবার রাত আটটার দিকে ইসমাইলের উপর হামলা চালায় তারা। এতে মাথায় মারাত্মক জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময়ে দুজনকে আটক করে তারা।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এএইচ/
আরও পড়ুন