ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টাগশীপ ডুবি: নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ২ এপ্রিল ২০২২

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সমু্দ্র চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৪৫) নামের এক চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

চীনা নাগরিক জিয়াং হং চেন মাতারবাড়ি নির্মাণমাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং হং চেন (৪৫)। 

দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরিরা। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি