ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাটোরে আদিবাসী পরিষদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২ এপ্রিল ২০২২

রাজশাহীর গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের আদিবাসী দুই কৃষককে আত্মহত্যায় প্ররোচনাদানকারীদের বিচার ও অনিয়ম বন্ধের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। 

শনিবার সকালে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি প্রদীপ লাকড়া, সাধারণ সম্পাদক মুন্ডা কালিদাস রায়, সহ-সভাপতি বিমল লোহার, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, শ্যামল কর্মকার, সদস্য সুজল পাহানসহ আদিবাসী নেতৃবৃন্দ। 

এসময় বক্তারা বলেন, আদিবাসীরা যে নানাভাবে বঞ্চনার শিকার হয় তা আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার ঘটনা আবারও প্রমাণ করে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারের মাঝে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৩ মার্চ ধানের জমিতে পানি না পেয়ে আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মাডি নামের দুই আদিবাসী কৃষক বিষপানে আত্মহত্যা করেন। পরে এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনাদানকারী বিএমডি’র অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি