ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৯, ২ এপ্রিল ২০২২

রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে ফলক উন্মোচন শেষে কম্পিউটার সফটওয়ারের মাধ্যমে উপকেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

উদ্বোধনের পর উপকেন্দ্রটি ঘুরে দেখেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপকেন্দ্রটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ বাস্তবায়নের পর সেটি পরিচালনার জন্য নেসকোকে হস্তান্তর করা হয়েছে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সিইসি এন্ড ফরচুন জেভি (চায়না)।

এ সময় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিডিবির নির্বাহী প্রকৌশলী নিযামুল হক সরকার, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি