ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবা-মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বিয়ে

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ২ এপ্রিল ২০২২

মধ্যবিত্ত পরিবারে জন্ম। কিন্তু মা-বাবার ইচ্ছে; ছেলে বড় হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবে। আর সেই ইচ্ছে পূরনে বাবা-মাকে সাথে নিয়ে হেলিকপ্টারে চড়েই বিয়ে সম্পন্ন করলেন সবুজ মিয়া। 

জানা গেছে, বর সবুজ মিয়ার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার মেরুল্লা গ্রামে। সে ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। 

সবুজ জানান, ছোট বেলা থেকেই তার বাবা-মা তাকে হেলিকপ্টারে বিয়ের কথা বলে আসছিলো। সেই ইচ্ছা পূরনে তিনিও কথা দিয়েছিলেন। কথামত শনিবার দুপুরে কনের বাড়িতে হেলিকপ্টারে চড়ে হাজির হন তিনি। 

টাকা খরচ হলেও মা-বাবার ইচ্ছে পূরন করতে পেরেই খুশি তিনি।

কনে তমা আক্তারের বাড়ি পাশ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে। দুপুরের দিকে আকাশে হঠাৎ হেলিকপ্টারের শব্দে জড়ো হয় হাজারও মানুষ। এমন ব্যতিক্রমি বিয়ের আয়োজনে খুশি কনের স্বজন-প্রতিবেশিরা। 

তমা জানান, তার বাড়ি থেকে বরের বাড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অল্প দূরত্ব হওয়ায় আকাশপথে একটু ঘুরেফিরে শ্বশুর বাড়িতে যাবেন তিনি। এটি তার জীবনের অন্যরকম অনুভূতি বলেও জানান তমা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি