ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটা সৈকতে ভেসে আসল বিশাল আকৃতির কচ্ছপ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:২২, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া গেছে বিশাল আকৃতির একটি মৃত কচ্ছপ। যার ওজন প্রায় ত্রিশ কেজি বলে ধারণা করা হচ্ছে। 

রোববার দুপুরে কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় মৃত কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উদ্ধার করে বালুচাপা দেয়। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য ও পরিবেশকর্মী জুয়েল রানা জানান, দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে সৈকতে গেলে মৃত একটি কচ্ছপ ঢেউয়ের সাথে ভাসতে দেখেন। ইতোমধ্যে কচ্ছপটির গায়ে পঁচন ধরেছে। এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। 

পরে সেটিকে সৈকতে তুলে নিরাপদ স্থানে বালুচাপা দেয়া হয়েছে।

ইকো-ফিস২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে।

এদিকে, গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ একাধিক মৃতকচ্ছপ উদ্ধার হলো।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি