ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে মামুন নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

রোববার ইফতারের আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা দক্ষিণ জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, গাজীপুরের শ্রীপুর থানায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জেলে পাড়া এলাকার মামুন হোসেনকে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। পুলিশ দেখে মামুন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময়ে আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। 

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারে অভিযান চালায়। এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি