ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

কোভিড রোগী শূন্য চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ৪ এপ্রিল ২০২২

চট্টগ্রাম দুই দিনের ব্যবধানে ফের করোনা রোগী শূন্য। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ৩১৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে কোনো কোভিড আক্রান্ত রোগী শনাক্তও হয়নি এবং কেউ মৃত্যুবরণও করেনি।

এরআগে গত ২ এপ্রিলও চট্টগ্রামে কোভিড আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল শূন্য।

সোমবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬২৯ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯১ জন এবং ৩৪ হাজার ৫৩৮ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

বিশেষজ্ঞদের অভিমত হলো শনাক্তের হার ৫ শতাংশের কম হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বলা যাবে। আর তা যদি ১ শতাংশের কম হয় তবে করোনামুক্ত বলা যাবে। তবে শনাক্তের হার ওঠা নামা করায় এখনই চট্টগ্রামকে করোনা মুক্ত বলা না গেলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বলা চলে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি