ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ৪ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:২৯, ৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো শরীফ হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৫) ও আবুল কালামের ছেলে পিয়াম হোসেন (৫)। তারা দুজন একই বাড়ির সন্তান।

সোমবার উপজেলার মধ্য চররমনী মোহন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে এলাকা ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

নিহত দুই শিশুর পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু ইয়াছিন আরাফাত ও পিয়াম হোসেন। পরিবারের অগোচরে যায় দুই শিশু। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে লোকজন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি