ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কীটনাশক পানে প্রেমে প্রত্যাক্ষিত স্কুলছাত্রের আত্মহত্যা

ভান্ডারয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ৫ এপ্রিল ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমে প্রত্যাক্ষিত হয়ে রায়হান খান (১৬) নামে এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার করে। 

সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। এর আগে সকাল আটটার দিকে ধাওয়া বটতলা নামক স্থানে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে সে।

নিহত রায়হান ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামের শহিদুর ইসলাম পিন্টুর পুত্র।
 
পরিবার সূত্রে জানা যায়, রায়হান একই গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই প্রস্তাবে প্রত্যাক্ষিত হওয়ায় ওই মাদ্রাসাছাত্রীর সামনেই কীটনাশক পান করে গুরুতর অসুস্থ্য হয় রায়হান। 

বন্ধুরা বাড়িতে খবর দিলে মা রাহিমা বেগম তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি) মাসুমুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি