ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ৫ এপ্রিল ২০২২

ঢাকার নবাবগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ছিন্নমূকুল ফাউন্ডেশন নামে একটি সেবামূলক সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার ৪৫টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী হিসেবে চিনি দেড় কেজি, ছোলা ২ কেজি, ডাবরি ১ কেজি, তেল ২ লিটার, পেয়াজ ২ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ১ কেজি ও লাচ্ছা সেমাই ১ প্যাকেট বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

জানা যায়, ২০১৪ সালে মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় ছিন্ন মুকুল ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই নয়নশ্রী, যন্ত্রাইল, বান্দুরা, বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পড়ালেখার যাবতীয় খরচ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সমাজ সেবামুলক কাজ পরিচালনা করে আসছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি