ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পিছিয়ে গেল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৫ এপ্রিল ২০২২

নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হচ্ছে না। ১৬ মে’র মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘ভালোভাবে প্রস্তুতি’র জন্য তা গিয়ে ঠেকেছে ২০ জুনে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানের দায়িত্ব পালন নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন করা হবে ২০ জুনের মধ্যে।’

ইসি সচিব বলেন, ‘সীমানা সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না, সেটি জানার জন্য ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এরপর ৩০ মার্চ এই বিষয়ে আবারও চিঠি দেওয়া হলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।’

মো. হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, ‘যেহেতু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয় আছে। সেই জন্য এটি ১৬ মে’র মধ্যে করা যাচ্ছে না। এ জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’

ইসি সূত্রে জানা গেছে, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী, প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সে অনুযায়ী, এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে।

মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। 

গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি