ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ৫ এপ্রিল ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।
 
র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার বসু দত্ত চাকমা জানান, মঙ্গলবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

আটক মাদক কারবারীর নাম জামাল মিয়া (৩৮), তার পিতার নাম মো. কনা মিয়া, বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে।
 
র‌্যাব জানায়, আটক জামাল মিয়া একজন পেশদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে সে। 

মঙ্গলবার দুপুরে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
কেআই//
                                    
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি