ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দোহার- নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৮, ৬ এপ্রিল ২০২২

ঢাকার দোহারে অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ৷ পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার জয়পাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।

এ সময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৯ জন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশ।

এসময় নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি