ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাম্প মেশিনের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ৬ এপ্রিল ২০২২

নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে চর আমিনুল হক গ্রামের একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন ওই গ্রামের আবদুল জলিল বাচ্চুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোন এক সময় ধান ক্ষেতে পানি দেয়ার বৈদ্যুতিক পাম্প মেশিনের তারের একটি অংশ লিকেজ হয়ে যায়। রাতে রাকিব ও তার বাবা লিকেজ তারটি মেরামত করতে ক্ষেতে যায়। এসময় অসাবধানতাবসত লিকেজ তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় রাকিব।

চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি