ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৬ এপ্রিল ২০২২

জয়পুরহাটে গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে শাকিব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিব হোসেন জয়পুরহাট সদর উপজেলার শাহাপুর পশ্চিম পাড়া গ্রামের ফরিদ আহম্মেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

ওসি জানান, গ্রেফতারকৃত সাকিব স্কুলছাত্রীর বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে গোসলের অর্ধনগ্ন ছবি ভিডিও ধারণ করছিল। এ সময়ে তা দেখতে পান স্কুলছাত্রী। পরে স্কুল ছাত্রীটির চিৎকারে সাকিব পালিয়ে যায়। এরপর নানা সময়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।

পরে ঘটনাটি জানাজানি হলে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে শাকিল হোসেনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। এরপরই শাকিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি