ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুস্থদের মাঝে ইফতার বিতরণ করলেন নাটোরের ডিসি 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৬ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:০৯, ৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই নাটোরের পথচারী এবং দুস্থ ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করছেন জেলার  জেলা প্রশাসক শামীম আহমেদ।

"খেটে-খাওয়া রোজাদার, পথেই পাবে ইফতার" এই শ্লোগানে রোজার শুরু থেকেই ইফতার বিতরণ শুরু করেন তিনি।

গত কয়েকদিন বিকেলে শহরের পটুয়াপাড়া, স্টেশন বাজার ও বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন জায়গায়  গিয়ে রোজাদার অসহায় মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করছেন জেলা প্রশাসক।

প্রতিদিন শহরের কোন নতুন একটি এলাকায় গিয়ে এই কার্যক্রম চালাচ্ছেন তিনি।

জেলা প্রশাসনের ইফতার প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন প্রায় ২শ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।

পুরো মাসজুড়ে চলবে এই ইফতার বিতরণ কার্যক্রম। ইফতার প্যাকেট পেয়ে খুশি অসহায় রোজাদাররা। আর জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শহরবাসী।

এই বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, “সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। সরকারের কল্যাণমুখী সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।”

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি