ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বগুড়ার শেরপুরে ৯৫০ পিস প্যাথিডিনসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ৬ এপ্রিল ২০২২

বগুড়ার শেরপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২'র অভিযানে ৯৫০ পিস প্যাথিডিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন প্রিন্স (৩৪) রংপুর জেলার মিঠাপুকুর থানার মুরাড়ীপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া মো. মোস্তাফিজুর রহমানের বুধবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া জেলার শেরপুর থানাধীন ধনকুন্ডী’ নাবিল-তাজ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালায়। তখন ৯৫০ বুপ্রেনরফিন ইনজেকশন প্যাথিডিনসহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে মামলা দিয়ে বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ইসমাইল হোসেন প্রিন্স র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি