ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাসিরনগরে ৫০ বিঘা ধানি জমি তলিয়ে গেছে পানিতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ৬ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নদ-নদীগুলোতে পানি বাড়ার ফলে কৃষকের ধানি জমি ডুবতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ৫০ বিঘা ধানি জমি তলিয়েছে পানিতে। অকাল বন্যায় ফসল হারানোর ভয়ে কৃষকরা এখন আধাপাকা বোরো ধান কাটতে শুরু করেছেন। 

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে হাওরের সব ধানি জমি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গত দুইদিন ধরে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওর ও নদীতে পানি বাড়তে থাকে।

এতে করে উপজেলার নাসিরপুর ও গোয়ালনগর এলাকায় নদীর তীর ঘেঁষা নিচু জমিতে লাগানো প্রায় ৮০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে যায়। পানি বাড়তে থাকায় হাওরের ধান নিয়ে দুঃচিন্তায় পড়েন কৃষকরা। কয়েকজন কৃষক তাদের জমির আধাপাকা ধান কেটে ফেলে।

নাসিরনগর উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক জানান, বুধবার সকাল থেকে হাওর ও নদীর পানি কমতে শুরু করেছে। তিনি বলেন, দুইদিনে পানি বাড়ায় নিচু জমিতে থাকা প্রায় ৫০ বিঘা জমির ধান নষ্ট হয়েছে। তবে উঁচু জমিগুলোতে পানি আসেনি। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনার আওতায় আনা হবে।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি