ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৪, ৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহতের নাম শামীম মিয়া। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে মাদক বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় রাজ্জাকসহ আরও কয়েকজনের সাথে ওই যুবকের বিরোধ চলছিল। এর জেরে শামীমকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি