ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দিঘী খননের সময় মিললো বিষ্ণুমূর্তি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ৭ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিঘী খননের সময় কালো রংঙের কাঠের তৈরি একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টি-ঘর গ্রামের দিঘীতে মূর্তিটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খনন যন্ত্র দিয়ে দিঘীর একাংশের মাটি কাটা হচ্ছিল। এ সময় খননযন্ত্রের মাথায় কাঁদা মাখা অবস্থায় মূর্তিটিকে দেখা যায়।

ওসি আরও জানান, কষ্টিপাথরের মূর্তি ভেবে এটিকে সরিয়ে ফেলার চেষ্টা করে খননকারীরা। খবর পেয়ে পুলিশ মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নিমকাঠের তৈরি। আইনি প্রক্রিয়া শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের হাতে মূর্তিটিকে তুলে দেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি