ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৭ এপ্রিল ২০২২

বাগেরহাটের ভৈরব নদী থেকে শাহাদাত হোসেন (৭১) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টায় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার চৈঘাট এলাকা সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ শাহাদাত হোসেন।

নিহত শাহাদাত হোসেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার তাহের উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন তিনি।

নিহতের ছেলে আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। না বলে মাঝে মাঝেই হাঁটা দিতেন। বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেছি, তার সন্ধান পাইনি। এখন মৃত বাবাকে পেলাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন আল আমিন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি