ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৩৪, ৭ এপ্রিল ২০২২

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিত্র

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিত্র

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। তবে উপজেলা স্বাস্থ্যবিভাগ বলছে, ডায়রিয়া নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। সব রোগীকে সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

সরেজমিনে দেখা যায়, শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বেশিরভাগই শিশু ও বয়স্ক লোক। ডায়রিয়া রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের লোকজন। ওষুধের সংকট না থাকলেও শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বুধবার উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র গরমে চলতি মাসে ডায়রিয়া সংক্রমণে রোগীর সংখ্যা ও চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সরাইল সদর, পানিশ্বর, অরুয়াইল, পাকশিমুল, শাহজাদাপুর ইউনিয়নে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। চলতি মাসের শুরুতেই সরাইল ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৯টি ইউনিয়নে উপ স্বাস্থ্য কেন্দ্রে, কমিউনিটি ক্লিনিক্সে চিকিৎসাসেবা নিচ্ছে।

আবাসিক চিকিৎসক লিটন কর্মকার জানান, ৪০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নোমান মিয়া বলেন, করোনা প্রাদুর্ভাব কমতেই ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ একটু বেশি। হাসপাতালে গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হলেও কয়েকদিন ধরে ডায়রিয়া, আমাশয়জনিত রোগ ও পেটব্যথা নিয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন।

তিনি আরও বলেন, ডায়রিয়া হলে খাবার স্যালাইন খেতে হবে, প্রচুর পানি ও স্বাভাবিক খাবার খেতে হবে। টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি না ওঠায় বিশুদ্ধ পানির অভাবে ও স্বাস্থ্য সচেতনতার অভাবে এবং তীব্র গরমে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। মানুষ অস্বাস্থ্যকর পানি পান এবং গৃহস্থালীর কাজে ব্যবহার করায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালেই প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি