ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাইয়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৩, ৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ছোট ভাইয়ের ওপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে ময়না রানী (১৪) নামে এক স্কুলছাত্রী। বুধবার রাত ১০টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দফাদারটুলি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্কুলছাত্রী ময়না রানী ওই গ্রামের কৃষ্ণ রামের মেয়ে ও সে ভানোর ধনিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর বলেন, দুপুরে ছোট ভাইয়ের সঙ্গে বাই-সাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর থেকেই চুপচাপ ছিল ময়না। সন্ধ্যায় খাওয়া-দাওয়ার পর কোনো এক সময় বিষপান করেছে, কেউ টের পায়নি। রাত ১০টায় স্কুলছাত্রীর মা মেয়ের বিষপানের কথা জানতে পারলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্কুলছাত্রী।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ৩টায় মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে মেয়ের মৃত্যুর পর গুরুত্বরভাবে অসুস্থ হয়ে পড়েছেন নিহতের মা। নিজ বাড়ীতে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি