ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস উদ্ধার, ১জন আটক

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৪, ৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রীপিসসহ ১ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস উদ্ধার করা হয়। 

এসময় গাড়ির চালক মোহাম্মদ সোহাগ (৩২) সহ পাচারে ব্যবহৃত গাড়িটি আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচের (চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করেছি। এরপর থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস পাওয়া যায়। 

তিনি আরও জানান, জব্দ করা শাড়ি, থ্রীপিসের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি