সরাইলে দেশিয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
প্রকাশিত : ১৬:৫৮, ৮ এপ্রিল ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় সরাইল থানাধীন ইসলামাবাদ গোগদ থেকে ডাকাতদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা মো. সোহেল মিয়া (২৬), মো. জীবন মিয়া (৩০), মো. খোকন মিয়া (২৮)।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন