ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জুয়া খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ৮ এপ্রিল ২০২২

কক্সবাজারের চকরিয়া প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার দিল মোহাম্মদের পুত্র। 

চকরিয়া হারবাং ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ শাহেদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড়ের মইক্কাঘোনা পাহাড়ী এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছের একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের সাথে মোবাইল ফোন সেটে জুয়া খেলাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যার পর চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জুয়া নয়, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের ঘটনা ঘটে। চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি