ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর খাদে পড়ে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৯, ৯ এপ্রিল ২০২২

কুমিল্লার মুরাদনগরে ইটবোঝাই ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

শনিবার সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের ছেলে ট্রাক্টরচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মোঃ হাসান (২৩)। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ইটভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি